ডিবিএ নির্বাচন ২০ নভেম্বর

ডিসিই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নেতৃত্বে আসছে নির্বাচিত নতুন কমিটি। নতুন কমিটি গঠনে সংগঠনটিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর। ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে ২০ নভেম্বকর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। ২৪১ সদস্য ভোটের মাধ্যমে নতুন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ ১৫ সদস্যের কমিটি নির্বাচিত করবেন।
এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ডিবিএর নির্বাচন কমিশন। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ৮-২৮ সেপ্টেম্বরের মধ্যে মননেয়ন সংগ্রহ ও জমা দিতে হবে। শুধু জমার ক্ষেত্রে শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩ অক্টোবর প্রাথমিক প্রার্থী তালিকা ও ১৮ অক্টোবর চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ হবে।
তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন- গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।
এ ছাড়া গঠন করা হয়েছে তিন সদস্যের আপিল বোর্ড। এর মধ্যে আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলীকে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের চৌধুরী।
এ প্রসঙ্গে ডিবিএর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বতমান চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয় তদারকি করছেন।’
সংগঠন প্রতিষ্ঠার পর দেড়িতে নির্বাচন হচ্ছে কি না—এমন প্রশ্নে টিটু বলেন, ‘নির্বাচনের জন্য তিন মাস আগে কমিটি গঠন হয়েছে। এ ক্ষেত্রে কমিশনের নির্বাচন সংশ্লিষ্ট অনেক কাজ থাকে। ট্রেড সংগঠন হিসেবে কিছু নিয়মনীতি অনুসরণ, সদস্য তালিকা তৈরি, চাঁদা সংগ্রহ ছাড়াও আরো বেশ কিছু নিয়ম রয়েছে। যেহেতু এটি নতুন সংগঠন তাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে কাজ করতে পর্যাপ্ত সময় দিতে হবে। প্রতিষ্ঠাকালীন কমিটি দ্রুত নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ঠ আন্তরিক ছিল।’
সংগঠনের ১৫ সদস্যের পরিচালনা পর্ষদে আহ্বায়ক ছিলেন ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু।
ডিবিএসর অন্য সদস্যরা হলেন- কাজী ফিরোজ রশিদ, মোহাম্মদ মিজানুর রহমান খান, হানিফ ভূঁইয়া, শরিফ আতাউর রহমান, মোস্তাক আহমেদ সিদ্দিকী, এম মোয়াজ্জেম হোসেন, এ এস শহীদুল হক বুলবুল ও খাজা আরিফ আহমেদ। আহসানুল ইসলাম টিটু বর্তমানে ডিবিএর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আত্মপ্রকাশ করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বিনিয়োগকারীদের সচেতন করতে প্রতিষ্ঠানগুলোর ঢাকা অফিস, জেলা ও বিভাগীয় শহরে সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণের কথা জানায় সংগঠনটি। ডিএসইর সদস্যদের নিয়ে এ অ্যাসোসিয়েশন গঠিত হয়।