একনেকে সিদ্ধান্ত
রেলওয়ের জন্য ২০০ কোচ কেনা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। ছবি : ফোকাস বাংলা
রেলওয়ের জন্য প্রায় ৯২৮ কোটি টাকায় ২০০টি কোচ কিনবে সরকার। এর বেশির ভাগ অর্থের জোগান দেবে চীন সরকার।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া এক হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
বৈঠকে তিন হাজার ৫৮৯ কোটি টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও কমেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার।