ঢাকায় ‘ডেনিম এক্সপো’ শুরু

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। প্রদর্শনীর থিম নির্ধারণ করা হয়েছে ‘প্রাকৃতিক ডেনিম’।
বিশ্ববাসীর কাছে ডেনিম পণ্য এবং ডেনিম সম্ভাবনাকে পৌঁছে দিতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রদর্শনীর আয়োজক বাংলাদেশি প্রতিষ্ঠান ডেনিম এক্সপার্ট। এটি বাংলাদেশ ডেনিম প্রদর্শনীর পঞ্চম আসর। এ প্রদর্শনীতে দর্শনার্থীরা ডেনিম সম্পর্কে নানা বিষয়ে জানতে পারবেন।
এই প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৫টি দেশের ৫৫টি ডেনিম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনী চলবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনীতে শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই যেতে পারবেন।
বাংলাদেশের ১১টি, চীনের ১০টি, তুরস্কের সাতটি, পাকিস্তানের ছয়টি, ইতালির তিনটি, জাপানের তিনটি, ভারতের দুটি এবং ব্রাজিল, জার্মানি, ভিয়েতনাম, সিঙ্গাপুর, স্পেন এবং থাইল্যান্ডের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
প্রদর্শনীতে সারা বিশ্বের প্রায় পাঁচ হাজারের বেশি ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ডেনিম পণ্যের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সিইও, সোর্সিং ম্যানেজার, ডেনিম পণ্য নির্মাতা, ব্যবসায়ী ও বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠান রয়েছে।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে, ডেনিম বিষয়ে বাংলাদেশেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। উদ্যোক্তারা নতুন ডেনিম পণ্য সম্পর্কে জানতে পারবেন। পরিচিতি ঘটবে হালনাগাদ প্রযুক্তির সঙ্গে। এখানে উদ্যোক্তা ও ক্রেতাদের সুসম্পর্ক হবে। যেটা ব্যবসায়ীদের জন্য বড় পাওয়া বলে মনে করছেন আয়োজকরা।
প্রদর্শনীতে উদ্যোক্তাদের ডেনিম সম্পর্কে জানার বিষয়কে সহজ করার জন্য মেলা চলাকালীন অনুষ্ঠিত হবে তিনটি সেমিনার।