শেষ বাজেট পাঁচ লাখ কোটি টাকার হতে পারে : অর্থমন্ত্রী

রাজধানীতে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি
বর্তমান সরকারের শেষ বাজেট পাঁচ লাখ কোটি টাকা হওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর ওই বাজেটই তাঁর শেষ বাজেট হবে বলেও জানান তিনি।
আজ বুধবার রাজধানীতে অর্থ মন্ত্রণালয় আয়োজিত ‘শিশুদের বাজেট পথ সহায়িকা ২০১৬-১৭' বিষয়ক এক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।
মুহিত বলেন, আর দুটা বাজেট দেওয়ার ইচ্ছা তাঁর রয়েছে। তিনি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই শিশুদেরও বাজেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান দেওয়া প্রয়োজন। শিশুদের উন্নয়নে যেসব কার্যক্রম রয়েছে তার সঠিক বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তিনি। শিশুদের জীবনে যদি একটি ভালো শুরু নিশ্চিত করা না যায়, তাহলে কোনো বিনিয়োগই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।