নতুন পরিচালক নির্বাচন করল ডিবিএ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সদস্যদের ভোটে ১৫ জন নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন।
আজ রোববার ডিএসইর প্রধান কার্যালয়ে উৎসবের আমেজে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডিবিএ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউজগুলোর মালিকদের সংগঠন।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল উদ্দিন এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজের এমডি মঞ্জুর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
নতুন নির্বাচিত ১৫ পরিচালক হলেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের আহমেদ রশিদ লালী, রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের মোস্তাক আহমেদ সাদিক, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই নাহারীন, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রেদোয়ানুল ইসলাম, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসাইন, প্রাইলিংক সিকিউরিটিজের মো. জহিরুল ইসলাম, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক লিমিটেডের খাজা আসিফ আহম্মেদ, শ্যামল ইক্যুটি ম্যানেজমেন্টের মো. সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক এবং ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী।
নির্বাচনে যারা পরাজিত হয়েছেন পিপলস ইক্যুটিজের কবির আহমেদ, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসাইন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টসের দিল আফরোজা কামাল এবং অ্যারিজ সিকিউরিটিজের মাসুদুল হক।
নির্বাচনে ডিএসই সদস্য ব্রোকারেজ হাউজের ২৪১ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোটার ভোট দেন।
ডিবিএ সূত্রে জানা গেছে, নতুন নির্বাচিত ১৫ পরিচালকদের মধ্যে থেকে আগামী ২৩ নভেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি নির্বাচিত হবেন।