ফ্ল্যাট ও প্লট বেচাকেনার মেলা ২১ ডিসেম্বর থেকে

শহুরে নাগরিকদের জন্য ফ্ল্যাট ও প্লট কেনাবেচার সবচেয়ে মেলা শুরু হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর থেকে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আবাসন মেলার আয়োজন করেছে। পাঁচদিনব্যাপী এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
আবাসন মেলা নিয়ে আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব।
সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বলা হয়, এবারের মেলায় ফ্ল্যাট ও প্লটের নানা অফার নিয়ে অংশ নিচ্ছে ১৭৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে ভবন নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও থাকছে ৩০টি।
২১ থেকে ২৫ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় কোনো প্রতিষ্ঠান যাতে অননুমোদিত প্রকল্প প্রদর্শন করতে না পারে, সে বিষয়ে রিহ্যাব ও রাজউকের সর্বোচ্চ সতর্কতা থাকবে বলে জানিয়েছেন রিহ্যাব নেতারা।