১৩০৩ কোটি টাকার বাজেট পাচ্ছে ক্রীড়াঙ্গন

‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ আজ বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। আর এই বাজেটে যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ কমানো হয়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া এক হাজার ৩০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ২৭৫ কোটি টাকা। অবশ্য গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। সুতরাং, নতুন বাজেটে আগের থেকে ৩২৫ কোটি টাকা কমেছে বরাদ্দ।
যুব ও ক্রীড়া ক্ষেত্র নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে।’
এ ছাড়া স্টেডিয়াম তৈরির প্রকল্পের কথাও জানান অর্থমন্ত্রী। তার কথায়, ‘উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৮৬টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে। দক্ষ খেলোয়াড় তৈরির জন্য ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে বিভিন্ন বিভাগ থেকে নিয়মিত প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, খেলোয়াড়দের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া দল প্রেরণ ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে।’
নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও খেলোয়াড়দের কল্যাণের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের মেয়েরাও জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফলতার স্বাক্ষর রাখছে। খেলোয়াড়দের কল্যাণের দিকেও আমরা বিশেষ দৃষ্টি রাখছি। বিশিষ্ট ক্রীড়াবিদ/সংগঠকদের জন্য শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।’
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বিশেষ প্রস্তাবিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।