ভারতের বাজেটে আয়কর ছাড়, সুবিধা পাবেন মধ্যবিত্তরা
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ ভারতে চলতি বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ বাজেট ঘোষণা করেন।
এই বাজেটে সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বেতনভোগী কর্মীদের জন্য বছরে ১২ লাখ ৭৫ হাজার পর্যন্ত আয়ের ওপর কর ছাড় ঘোষণা করা হয়েছে। এতে করে সুবিধাভোগী হবেন দেশটির মধ্যবিত্ত শ্রেণির লোকেরা ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৭৭ মিনিটের বাজেট বক্তৃতায় ঘোষণা করেন, চার লাখ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। চার থেকে আট লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে কর দিতে হবে। আট থেকে ১২ শতাংশ হলে ১০ শতাংশ হারে, ১২ থেকে ১৬ লাখ আয়ের মানুষদের ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ হলে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ হলে ২৫ শতাংশ এবং তার বেশি হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
ফলে যাদের আয় বছরে ১২ লাখ, তাদের কর ধার্য হবে ৬০ হাজার টাকা। কিন্তু বিভিন্ন ছাড়ের সুযোগ নিয়ে তারা ৬০ হাজার টাকা বাঁচাতে পারবেন। ফলে তাদের কর দিতে হবে না। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা। তাই সবমিলিয়ে ১২ লাখ ৭৫ হাজার পর্যন্ত বেতনভোগীদের কর শূন্য হয়ে যাবে।
মধ্যবিত্তরা কীভাবে সুবিধা পাবেন
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ‘ভারতের আর্থিক বিকাশে মধ্যবিত্তদের ভূমিকা বিশাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই জাতিগঠনের কাজে মধ্যবিত্তদের ভূমিকাকে সম্মান জানান। তাদের অবদানের কথা স্মরণ করে আমরা কর কমাচ্ছি।’
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর হৃদয়ে আছেন। বাজেটে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে মধ্যবিত্তদের ওপর চাপ কমবে।’
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে।
প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী ডিডাব্লিউকে বলেছেন, ‘আর্থিক বৃদ্ধির হার আশানুরূপ নয়, টাকার দাম কমেছে, মধ্যবিত্তরা ওপর চাপ বেড়েছে, এই পরিপ্রেক্ষিতটা মাথায় রাখতে হবে।’
সাংবাদিক শরদ গুপ্তা জানিয়েছেন, ‘মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরে আয়কর কমানোর দাবি জানাচ্ছিলেন। এবার বাজেটে তাদের খুশি করা হলো। তার পিছনে দিল্লি ও বিধানসভা নির্বাচন একটা বড় ভূমিকা পালন করেছে।’