বিসধা ফাউন্ডেশনের প্রথম বাৎসরিক সভা অনুষ্ঠিত

সমাজের পিছিয়ে পড়া যুবক ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা অলাভজনক সংস্থা বিসধা ফাউনডেশনের (BISDHA Foundation) প্রথম বাৎসরিক সাধারণ সভা সম্প্রতি ঢা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সাধারণ ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে এই সভায় সংস্থার গতিশীল কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
২০২১ সালের জুন মাসে যাত্রা শুরু করা বিসধা ফাউন্ডেশন বর্তমানে জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে নিবন্ধিত এবং এর অধীনে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থাটির প্রধান লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারী ও যুবাদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করা।
সভায় প্রতিষ্ঠানটির সিইও মীরা মিত্র গেল সময়ের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, আমাদের প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে শতাধিক যুবক ও নারীকে স্বাবলম্বী করতে সহায়তা করেছে। ভবিষ্যতে আমরা প্রত্যেক জেলায় প্রশিক্ষণ সেন্টার সম্প্রসারণ, প্রযুক্তিগত শিক্ষার উপর জোর দেওয়া এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ প্রকল্প হাতে নেব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।