জুনে আইএমএফ দিচ্ছে ১.৩ বিলিয়ন ডলার

আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর হলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ব্যাংকটির গভর্নর ড. আহসান এইচ মনসুর এ কথা বলেন। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী জুনের মধ্যে আইএমএফ ঋণের পরের দুই কিস্তি ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবিসহ কয়েকটি সংস্থা থেকে আরও ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের ঋণ পাবে বাংলাদেশ। সব মিলিয়ে আগামী জুনে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পাবে বাংলাদেশ।
ব্যাংকের সুশাসন আমাদের নিশ্চিত করতে হবে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, সুশাসন ফেরাতে এরই মধ্যে ১৪টি বোর্ড পরিবর্তন আনা হয়েছে। যেখানে ব্যাংকগুলোর গুণগতসহ নানা পরিবর্তন এসেছে। বিতরণ করা ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি হলে এখন লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। পাশাপাশি নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে কোনো ব্যাংকের ওপর আরোপ করা দণ্ডসুদ বা জরিমানা অনাদায়ি থাকলেও লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক।
গ্রাহকদের স্বার্থ সুরক্ষা আমাদের মূল লক্ষ্য জানিয়ে গভর্নর বলেন, ইতোমধ্যে সমস্যা জড়িত ব্যাংকগুলোর সংস্কার শুরু হয়েছে। আমাদের যাত্রা শুরু হয়েছে। যারা উল্টাপাল্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজ করছি, ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে। বাংলাদেশ ব্যাংক আমানতকারীর সঙ্গে আছে।