এনবিআর ভাগের অধ্যাদেশ বাতিলের দাবি, বিকেলে নতুন কর্মসূচি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এই দুই ভাগ করার অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই অধ্যাদেশ বাতিল করার দাবিতে গত দুইদিনের (বুধবার ও বৃহস্পতিবার) মতো আজ শনিবারও (১৭ মে) সারা দেশের সব কাস্টমস, ভ্যাট ও কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি পালিত হচ্ছে।
পূর্বঘোষিত কলম বিরতির আজ শেষদিন। বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কলম বিরতি কর্মসূচির আওতার বাইরে রয়েছে।
এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি কর্মসূচির কারণে গত তিনদিন ধরেই দেশের আমদানি বাণিজ্য ও রাজস্ব খাতের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে আমদানি-নির্ভর ব্যবসা-বাণিজ্যে ভোগান্তি বাড়ছে। অন্য দুদিনের মতো আজ সকালে ঢাকা কাস্টমস হাউসে কার্যক্রম স্থবির ছিল। রাজধানীর অন্যান্য ভ্যাট ও কর কার্যালয়ে কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। তবে কর্মকর্তা-কর্মচারী যথারীতি অফিসে উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা তিনদফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—এনবিআর বিলুপ্তির উদ্দেশ্যে প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল। এনবিআরের সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশসহ পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক শ্বেতপত্র আলোচনা সব অংশীজনদের মতামত নিয়ে সমন্বিত, অংশগ্রহণমূলক ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করা।