খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল

দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। সর্বশেষ গত জুনে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে প্রথমবারের মতো পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত এক বছরের হিসেবে খেলাপি ঋণ বেড়েছে ১৫০ দশমিক ৯১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। যা ব্যাংক খাতের মোট ঋণের ৩০ শতাংশ।
গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার ওপরে। এক বছরে এই ঋণ বেড়েছে তিন লাখ ১৯ হাজার ৩৬ কোটি টাকা। গত মার্চে খেলাপি ঋণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। গত বছরের জুনে ছিল ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৫০ দশমিক ৯১ শতাংশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজ মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণের পরিমাণ নিয়ে প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। প্রতিবেদনের কাজ চলছে। বের হতে সময় লাগবে। তাই খেলাপি ঋণ প্রকৃত তথ্য এখন বলা সম্ভব না।