আয়কর বিভাগের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ এর বিরোধিতা করে আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন এবং কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আয়কর বিভাগের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআরের চেয়ারম্যান সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্তের পর ওই চার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে এনবিআরে সংযুক্ত করা হয়েছে।
এনবিআরের আয়কর বিভাগের বরখাস্ত করা চার কর্মকর্তা হলেন- আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা, ঢাকার অতিরিক্ত কমিশনার (কর অঞ্চল-৭) সুলতানা হাবীব, কর অঞ্চল ফরিদপুরের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান এবং কর অঞ্চল দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া।
এর আগে একই অভিযোগে এনবিআরের কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের পর কাস্টমস বিভাগের ওই পাঁচ কর্মকর্তাকে ওএসডি হিসেবে এনবিআরে সংযুক্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া কাস্টমসের ওই কর্মকর্তারা হলেন—সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম এবং এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী।
এনবিআর অধ্যাদেশ বাতিল আন্দোলনের একই অভিযোগে এরও আগে গত দেড় মাসে এনবিআরের সদস্য থেকে প্রহরী পর্যন্ত মোট ৩১ জন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।