পরিবেশবান্ধব রান্নার প্রসারে ব্র্যাক ব্যাংক ও ভিশন এম্পোরিয়ামের উদ্যোগ

দেশে পরিবেশবান্ধব রান্নার প্রসারে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের রিটেইল চেইন ভিশন এম্পোরিয়ামের সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা জ্বালানি-সাশ্রয়ী হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় বিশেষ সুবিধা উপভোগ করবেন, যা তাদের পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করবে।
এই উদ্যোগের ফলে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা দেশের বিভিন্ন জেলায় ভিশন এম্পোরিয়ামের শোরুম থেকে ভিশন ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার ও রাইস কুকার কিনলে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এই অফারটি আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।
ইনডাকশন ও ইনফ্রারেড কুকারগুলো প্রচলিত রান্নার পদ্ধতির চেয়ে অধিক নিরাপদ, পরিচ্ছন্ন ও কার্যকর হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী অ্যাপ্লায়েন্স ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ব্র্যাক ব্যাংক এই উদ্যোগ নিয়েছে, যা গ্রিন ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকটির অঙ্গীকারের প্রতিফলন।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের পরিচ্ছন্ন ও জ্বালানি-সাশ্রয়ী রান্নার দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, যা আর্থিক দিক থেকেও অনেক সাশ্রয়ী। একটি সবুজ গৃহস্থালি ও টেকসই ভবিষ্যতের যাত্রায় এটি একটি সহজ, কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’
গত ৮ সেপ্টেম্বর, ঢাকার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হোসেন, মো. মাহীয়ুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভিশন এম্পোরিয়ামের পক্ষে উপস্থিত ছিলেন— আরএফএল গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মুরশেদ মুনীম ও আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অব মার্কেটিং এজেডএম ওবায়াদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। শক্তিশালী আর্থিক পারফরম্যান্সের মাধ্যমে ব্যাংকটি দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে অবস্থান করছে।