এএমএল চ্যাম্পিয়নদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) সচেতনতা ক্যাম্পেইন’ চ্যাম্পিয়ন সহকর্মীদের সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১০ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শুদ্ধাচার ও কমপ্লায়েন্সের মানদণ্ডে অনন্য ভূমিকা রাখা ১১ জন সহকর্মীকে সম্মানিত করা হয়, যাদের মধ্যে আটজন নির্বাচিত হয়েছেন ব্রাঞ্চ থেকে এবং তিনজন অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। ক্যাম্পেইনে সর্বাধিক অংশগ্রহণের জন্য ব্যাংকটির ডিসট্রিবিউশন নেটওয়ার্ককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। এ সময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এএমএল কমপ্লায়েন্স আমাদের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষা করার পাশাপাশি আমাদের ওপর গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করে। ব্যক্তিগত ইচ্ছা ও প্রচেষ্টা যে নৈতিক ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের মূল্যবোধকে ধারণ করে, এই ক্যাম্পেইনের চ্যাম্পিয়নরা সেটি প্রমাণ করে দেখিয়েছেন।”
‘বৈধ লেনদেনে সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্য নিয়েএএমএল সচেতনতা ক্যাম্পেইনটি শুরু হয় ২০ জুলাই ২০২৫। ক্যাম্পেইনে ব্যাংকটির ২,৬০০-এরও বেশি কর্মী অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়া আউটরিচ, দেশব্যাপী আয়োজিত কনফারেন্স, ব্রাঞ্চ-ভিত্তিক কার্যক্রম এবং কুইজের মাধ্যমে সারাদেশে ৯০ লাখেরও বেশি মানুষের কাছে এই ক্যাম্পেইনের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে ব্যাংকটি।
এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে এএমএলসচেতনতায় নিজেদের শীর্ষ অবস্থান ও ভূমিকা আরও সুদৃঢ় করেছে। ব্যাংকটি দেশব্যাপী কমপ্লায়েন্স কালচার এবং নৈতিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চার প্রসার ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।