চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকার দাবি রাবি শিক্ষার্থীদের

‘সিলেটের চা শ্রমিকরা আধুনিক যুগের জীবন্ত ক্রীতদাস। তারা নিয়মিত খাদ্য চাহিদা পূরণ করতে পারে না। তাদেরকে শিক্ষা এবং চিকিৎসা হতেও বঞ্চিত করা হচ্ছে।’
আজ শনিবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা দাবি জানান তাঁরা৷ বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেট এ মানববন্ধনের আয়োজন করে৷
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘সিলেটের চা শ্রমিকরা শিক্ষা এবং চিকিৎসা থেকে শুরু করে সবধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। চা আমাদের অর্থনীতির অন্যতম উৎস। এই খাতকে উন্নতি করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামিল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মহিবুল হক রনি, সাধারণ সম্পাদক শুভ্র দাস, প্রচার সম্পাদক মাহফুজ আলম নয়ন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শ্রাবণী গুপ্তা প্রমুখ৷