জবির প্রক্টর পদে বহাল থাকবেন মোস্তফা কামাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর পদে ড. মোস্তফা কামালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘গত ২৫ জুলাই প্রক্টর ড. মোস্তফা কামালের দায়িত্বের মেয়াদ শেষ হয়। পরে কর্তৃপক্ষের আদেশে নোটিশ দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর দায়িত্বের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।