ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি পরীক্ষার্থী ৭৩ জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/23/du_0.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাবির ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। এ ছাড়া এই ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি। প্রতি আসনের জন্য পরীক্ষা দেবেন ৭৩ দশমিক ৮১ জন।
এই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হবে।