নবম শ্রেণিতে নিবন্ধনের সময় বাড়ল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/01/dhaka-board.jpg)
ঢাকা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
নবম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়াই আগামী ১৫ মে পর্যন্ত নিবন্ধন করতে পারবে। এ সময়ে বিভিন্ন বোর্ড পরিবর্তন (ছাড়পত্র) করা শিক্ষার্থীরাও বিলম্ব ফি ছাড়া নিবন্ধন করতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক মো. আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি গতকাল বৃহস্পতিবার রাতে জারি করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। তবে, কোভিড-১৯ মহামারির কারণে অনেক শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া ১৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো।