বিশ্ববিদ্যালয়ের দর্পণ হিসেবে কাজ করবে জবি প্রেসক্লাব : উপাচার্য
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/23/jbi_0.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দর্পণ হিসেবে কাজ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সমস্যা, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা ও সাফল্যের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।
আজ রোববার প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘বিভিন্ন সময় অনেক সমস্যা আমাদের চোখে পড়ে না, সাংবাদিকদের জন্য সে সমস্যাগুলো সামনে উঠে আসে, আর আমরাও তা সমাধান করতে পারি। আমি আশা করি, প্রেসক্লাবের প্রতিটি সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবে।’
এর আগে সকালে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক, বর্তমান সভাপতি মোস্তাকিম ফারুকি, সাধারণ সম্পাদক আরমান হাসান, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে এসে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে শেষ হয়।