রুয়েটে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতি। আজ সোমবার সকাল ১১টায় রুয়েটের ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার বলেন, প্রস্তাবিত অষ্টম বেতন পে স্কেলে মর্যাদার দিক দিয়ে আগের চেয়েও কয়েক ধাপ পিছিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেখানে সমাজ গড়ার কারিগর, সেখানে এই বেতন স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।
তাঁরা আরো বলেন, প্রস্তাবিত বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নয়, সংক্রান্ত সুপারিশ অত্যন্ত নিন্দনীয় এবং দূরভিসন্ধিমূলক, যা অনতি বিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, সব বৈষম্য দূর করে সিলেকশন গ্রেডে অধ্যাপকদের বেতন ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করতে হবে। অধ্যাপকদের বেতন-ভাতা সচিবদের সমতুল্য করতে হবে। সহযোগী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
এর আগে অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেল করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি জানান।