ঢাবিতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কর্মশালা

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ইনস্টিটিউট ভবনে ‘চাহিদা নিরূপণের প্রাথমিক ফল যাচাই’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কর্মশালার উদ্বোধন করেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম সচিব সঞ্জয় কুমার চৌধুরী, অধ্যাপক কাজী আফরোজ জাহানআরা প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক মো. আলমগীর হোসেন। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষক এ কর্মশালায় অংশ নেন।
উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য আরো বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা ছাড়া উচ্চ-শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চ-শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেও কাজ করছে।