পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফরম বিতরণ করা হবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী আজ সোমবার জানান, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফরম বিতরণ করা হবে। টেলিটক মোবাইল ফোন অপারেটরের সাহায্যে আবেদন করতে হবে। তিনি আরো জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন ছয়টি বিভাগ চালু করা হয়েছে। এগুলো হলো- নগর ও অঞ্চল পরিকল্পনা, রসায়ন, পরিসংখ্যান, সমাজকর্ম, ইংরেজি ও লোকপ্রশাসন। আগে থেকে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, গণিত, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি ও বাংলা বিভাগ।
নতুন ছয়টিসহ ১৯টি বিভাগে মোট ৮৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৩ নভেম্বর শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, বি ইউনিটের ভর্তি পরীক্ষা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, এ-১ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোনসেট এবং সব ধরনের ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস আনা সস্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে আসন বিন্যাস অনুযায়ী নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত আসন ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য http://www.pust.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া গেছে। এ ছাড়া আবেদনকারী তাৎক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর : ০১৫৫৭৭৩০৭৩১, ০১৫৫৭৭৩০৭৩২, ০১৫৫১৭২৮১০৩ ও ০১৫৫১৭২৮১০৪ ব্যবহার করতে পারবেন।