প্রশ্ন জালিয়াতির দায়ে ঢাবির ৩ ছাত্র বহিষ্কার

ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটের প্রশ্নপত্র জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
আজ বোরবার বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এঁরা হলেন অমর একুশে হলের তথ্যপ্রযুক্তি বিভাগের মো. ফরহাদ উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের এস এম ইমরুল কায়েস শুভ এবং স্যার এ এফ রহমান হলের প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ সোহেল।
জনসংযোগ কার্যালয় থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করায় প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।