ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ১৭ জন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে রাজধানীর তেজগাঁও ও ধোলাইখাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জোবায়ের হোসেন, মো. সাজু আহমেদ, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, ছাব্বির হোসেন, হাসানুর রশিদ, মেহেদী হাসান, হৃদয় ইসলাম, রায়হান রাব্বী, আকাশ আহমেদ, মো. তানভীর, সবুজ খান, মো. সোহাগ, মেহেদী হানান, আকিব বিন বারী, নাহিদুল হক ও মো. মানিক মিয়া।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার নাজমুল আলম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁদের মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, ভর্তি-ইচ্ছুদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করাসহ বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ কমিশনার আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ভর্তি-ইচ্ছুদের কাছ থেকে পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র, মোবাইলসহ নানা ধরনের জিনিস কন্ট্রাক করা টাকা হাতে পাওয়া শর্তে নিজেদের জিম্মায় রাখে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তেজগাঁও মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।