‘ই’ ইউনিটের ফল সংশোধনে বাদ পড়লেন ১৮৩ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ই’ ইউনিটের ফল পুনরায় সংশোধন করে প্রকাশ করা হয়েছে। এতে জোড় রোল নম্বরধারীদের মধ্যে ১৮৩ জন বাদ পড়েছেন। যোগ হয়েছে নতুন ১৮৩ শিক্ষার্থী। আজ সোমবার কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানিয়েছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ফলের পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, ‘ওএমআর মেশিনে উত্তরপত্র স্ক্যানিং করার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি-ইচ্ছুদের সিরিয়াল দেওয়া হয়। ফল কম্পিউটারে গড় করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এক্সেল শিটে ১৮৩ জনের ফল পরিবর্তন হয়ে যায়। ফল পুনরায় যাচাই করার সময় এই ত্রুটি আমরা ধরতে পারি। পরে ফল পুনরায় নতুন ভাবে প্রকাশ করায় যোগ্য শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবে।’
খাদেমুল ইসলাম আরো বলেন, ‘এ সমস্যা এখন ধরা না পড়লেও ভর্তির জন্য মৌখিক পরীক্ষা নেওয়ার সময় অবশ্যই দৃষ্টি গোচর হতো। তখন ভর্তির জন্য সুযোগপ্রাপ্তদের সমস্যা ধরা পড়ত এবং তারা ভর্তি হতে পারত না। তবে ফলাফল নিয়ে কোনো অভিযোগ এলে অভিযোগকারী ভর্তি-ইচ্ছুর উত্তরপত্র প্রদান করে তাকেই যাচাই করতে দেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নীলুফার সুলতানা বলেন, ‘প্রথমে ফলাফলে ভুল থাকার কারণে তা আবার সংশোধন করে প্রকাশ করা হয়েছে। এই সংশোধনী রেজাল্ট অনুসারেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।’
সংশোধন ফল প্রকাশ হওয়ার আগে গত ১৭ নভেম্বর ২০১৫ ই ইউনিটের ফল প্রকাশ করা হয়। কিন্তু গতকাল রোববার হঠাৎ করে ওয়েবসাইট থেকে ফল আর দেখা যায়নি। পরে আজ সোমবার পুনরায় ওই ফল সংশোধন করে প্রকাশ করা হয়।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘ই’ ইউনিটের নোটিসে বলা হয়, ‘সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি-ইচ্ছু বিজোড় রোলধারীদের মেধাক্রম ১ থেকে ১১৮৬ পর্যন্ত এবং জোড় রোলধারীদের মেধাক্রম ১ থেকে ১১৬৭ পর্যন্ত প্রার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এতে আরো বলা হয়, ‘আগামী ৫ ডিসেম্বর তারিখের মধ্যে ভর্তির পছন্দক্রম ইন্টারনেটের মাধ্যমে দাখিল করতে হবে এবং ডাউনলোডকৃত চয়েসফর্ম সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর এই ইউনিটে সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে গ্রহণ করা হবে।’
আগের ফলাফলে স্থান পাননি কিন্তু সংশোধনীতে মেধা তালিকায় স্থান করে নেওয়া বীথি খাতুন বলেন, ‘আমার রোল নম্বর ২০৭৬৪। আগের রেজাল্টে আমার সিরিয়ালই আসেনি। এতে পারবারিক ও মানসিকভাবে আমি নানা চাপের মুখে পড়েছিলাম। কিন্তু সংশোধনী ফলাফলে আমার সিরিয়াল এসেছে ১৯৩।’ ফল প্রকাশে এমন ভুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে আলতাফ হোসেন নামের এক ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী বলেন, ‘আগের ফলাফলে আমার সিরিয়াল এসেছিল ২৬৫। আমার রোল নম্বর ১৯৬৩০। কিন্তু এই রেজাল্টে আমার কোনো সিরিয়ালই আসেনি।’ এ কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ বছর ‘ই’ ইউনিটে মোট ৭৯৮টি আসনের বিপরীতে ২৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।