রাবিতে ভর্তি পরীক্ষার নতুন প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন প্রবেশপত্র ডাউনলোড আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) শুরু হচ্ছে। বিকেল ৪টার পর থেকে ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একাধিক ইউনিটের পরীক্ষা হবে দুই শিফটে।
ভর্তিচ্ছু ও অভিভাবকদের সুবিধার জন্য দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়ার পদ্ধতি চালু করা হলেও কারও কারও জন্য তা চরম ভোগান্তিতে পরিণত হয়। অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে যেখানে কেন্দ্র চয়েজ দিয়েছেন, সেখানে আসেনি। কেন্দ্র এসেছে দূরবর্তী স্থানে। ফলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও একটি নতুন সিদ্ধান্তের কথা জানায় রাবি প্রশাসন। এই সিদ্ধান্ত অনুযায়ী, এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটের পরিবর্তে দুই শিফটে অনুষ্ঠিত হবে।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি ২০২৪-২০২৫ সেশনের সকল ইউনিটে (এ, বি ও সি) আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে।
এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে, তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট আড়াইটা থেকে সাড়ে ৩টা। অন্যদিকে বি ইউনিটের পরীক্ষা পূর্বের তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটেই অনুষ্ঠিত হবে।
বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষার্থীদের আজ ১৩ মার্চ বিকেল ৪টার পর নতুন রোল ও কেন্দ্রসহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে। ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে।
তাছাড়া ভবন ও কক্ষের তথ্যসহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ৩ দিন পূর্বে ডাউনলোড করা যাবে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র বা কক্ষে গ্রহণ সম্ভব নয়।
পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র ও কক্ষ জেনে নেওয়া আবশ্যক। ভর্তিবিষয়ক ওয়েবাসাইটেও এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানা যাবে এই লিংকে https://application.ru.ac.bd/