রোববার খুলছে ডুয়েটের হল,পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দুই সপ্তাহ পর গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের সব আবাসিক হল আগামী রোববার সকাল ৯টায় খুলে দেওয়া হচ্ছে। আর আগামী ২৯ ডিসেম্বর থেকে স্থগিতকৃত বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.আর্ক প্রোগ্রামের সব পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর পরীক্ষার সময়সূচি ঘোষণা করবেন। বিশ্ববিদ্যালয়ের সব ডিন,বিভাগীয় প্রধান, পরিচালক ও রেজিস্ট্রারের সমন্বয়ে ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ডুয়েটে আধিপত্য বিস্তার ও হলের সিট দখলকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হামলাকারীরা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং পরের দিন সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত ঘোষণার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।