নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/14/photo-1468505323.jpg)
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার ইউজিসি সদস্য দিল আফরোজা বেগমের নেতৃত্বে চার সদস্য বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যান।
গুলশানের হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয়ে খবর প্রকাশের পর সেখানে পরিদর্শনে গেল ইউজিসি।
ইউজিসির জনসংযোগ শাখার অতিরিক্ত পরিচালক ওমর ফারুকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, তদন্তের অংশ হিসেবেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল প্রতিনিধিদলটি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু তিনি জানাননি।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলা চালানো সন্ত্রাসীদের মধ্যে নিব্রাস ইসলাম নামে একজন ছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র। এ ছাড়া ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে পুলিশের ওর হামলাকারীদের একজন আবির রহমানও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এর আগে ২০১৫ সালের আগস্ট মাসেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করে ইউজিসি।