ইবিতে ঈদুল আজহার ছুটি শুরু

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আজ মঙ্গলবার থেকে শুরু হলো ঈদুল আজহার ছুটি। ১৫ দিনের ছুটি শেষে আগামী ২১ সেপ্টেম্বর ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।
আজ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি চলবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অফিস বন্ধ থাকবে। ২০ সেপ্টেম্বর থেকে যথারীতি অফিস চালু হবে। এ ছাড়া পরদিন বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টায় হল বন্ধ হবে। ছুটি শেষে আগামী ২০ তারিখ সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।’