সত্য কঠিন হলেও খুঁজে বের করতে হবে : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, সত্যের সন্ধান করতে হবে। সত্য সংবাদ যত কঠিন হোক, তা খুঁজে বের করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য এ কথা বলেন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাবেক শিক্ষার্থীরা বৃত্তিসহ নানা বিষয়ে বর্তমান ছাত্রদের সহায়তা করতে পারে বলেও মনে করেন তিনি।
ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক ঢাবি উপাচার্য বলেন, ভবিষ্যতে সংগঠনটি দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন করবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বর্তমান ছাত্রদের উদ্দেশে বলেন, স্নাতক শেষ করে অ্যালামনাই সদস্য হোন। সবাই মিলে একসঙ্গে থাকলে ভালো লাগবে।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাখেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা ড. সাখাওয়াত আলী খান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সাবেক সম্পাদক স্বপন কুমার দাস, শিল্পী ফকির আলমগীর, অভিষেক প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমেদ পিপুল।
বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খান ২০১৬–১৮ বছরের নতুন কার্যনিবাহী কমিটির সভাপতি এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর আগে নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সাতটি স্ট্যান্ডিং কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি হয়েছেন কাজী রওনাক হোসেন, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন ও ড. এম কামালউদ্দিন জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাবরিনা সুলতানা চৌধুরী, মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি, মো. গিয়াসউদ্দিন আহমেদ, সঞ্জীব চ্যাটার্জি ও আহমেদ পিপুল, সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন জুনায়েদ আহমদ হালিম, সুজন মাহমুদ ও জেসমিন জাহান মুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদ সালাহ্উদ্দিন চৌধুরী।
এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে তারিকুল ইসলাম খান রবিন, প্রকাশনা সম্পাদক হিসেবে শেখ জীনাত শারমিন, দপ্তর সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান কাজল, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শারমিন ইফফাত শামস তুলি, যোগাযোগ সম্পাদক হিসেবে আনোয়ারুল আজিম রয়েছেন।
নির্বাহী সদস্য হয়েছেন অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক শেখ আবদুস সালাম, মো. আলমগীর হোসেন, এম খায়রুল কবীর, স্বপন কুমার দাস, শাহিদা আলম, নার্গিস বেগম মিনি, এ কে এম রহমত আলী হাওলাদার, শাহেদ চৌধুরী, শওকত আহমেদ ফরিদী টনি, ড. অলিউর রহমান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাহমুদ মেনন খান, মো. হাসান উল্লাহ খান রানা, কে এম সাখাওয়াত মুন, শরিফ উদ্দিন লিমন, লোপা হোসাইন, শরিফুল ইসলাম হাসান, তৌহিদুল হাসান নিটল ও সাহস মোস্তাফিজ।