কুবির ভর্তি পরীক্ষা কাল, ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে কুবিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
শুক্র ও পরদিন শনিবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। ১ আগস্ট ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকাণ্ডের পর থেকেই বিশেষ ধরনের নিরাপত্তার আওতায় রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে জানা যায়, সারা দেশ থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তিন প্রশাসনের মধ্যে বেশ কয়েকবার সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সদর (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রসংগঠনগুলোর অবস্থান ও মিছিলের ওপর নিষেধাজ্ঞার জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়। আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোও নিরাপত্তার আওতায় আনা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহায়তা দেবে পুলিশ প্রশাসন।
এদিকে পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষা উপকমিটি। কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, ঘড়ি, ডিভাইসসংবলিত সানগ্লাসসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে জানানো হয় কমিটি থেকে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে বা জালিয়াতির আশ্রয় নিলে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে পুলিশে সোপর্দ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষা উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আইনুল হক জানান, গত বছরের চেয়ে এ বছর নিরাপত্তাকে আরো জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় ও পরীক্ষা কেন্দ্রের আশপাশে যেন মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সে জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ জানান, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ পাহারাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবার সহযোগিতায় সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত।