কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কলা ও মানবিকী, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৩৯৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন সাত হাজার ৬০৯ জন; যা মোট আবেদনকারীর শতকরা ৬১ দশমিক ৩৯ শতাংশ।
‘সি’ ইউনিটের প্রধান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আহসান উল্লাহ জানান, আগামীকাল রোববার রাতের মধ্যে ‘সি’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। অন্য দুই ইউনিটের ফলাফলও একই সময়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে শুক্রবার অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫০টি আসনের বিপরীতে ২২ হাজার ১২৯ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৩ হাজার ২৩৪ জন, যা মোট আবেদনকারী ৫৯ দশমিক ৮৫ শতাংশ। ‘বি’ ইউনিটে মোট ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৬৫৭ জন আবেদনকারীর মধ্যে অংশ নেয় ১২ হাজার ১১৯ জন, যা মোট আবেদনকারীর ৬১ দশমিক ৬৫ শতাংশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে।