কুমিল্লায় চলন্ত বাসে শিক্ষার্থীকে হয়রানি : আরও এক আসামি গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার’ ঘটনায় সৌরভ নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস।
জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।
এ বিষয়ে এএসপি ফেরদৌস বলেন, পলাতক তিনজনের মধ্যে সৌরভ নামের একজনকে গতকাল রাতে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে থানাতেই আছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, যে তিনজন পলাতক ছিল তাদের মধ্য থেকে সৌরভ নামের একজনকে কুমিল্লা জেলা পুলিশ গ্রেপ্তার করেছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যে দুইজন এখনো গ্রেপ্তার হয়নি, তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ আমাদের জানিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহণের একটি চলন্ত বাসে ‘শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার’ অভিযোগে পাঁচজনের নামে মামলা করা হয়। ঘটনার দিনই শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দেয় এবং বাকি তিনজন পালিয়ে যায়। সে সময় শিক্ষার্থীরা পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিল। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজন এখনো পলাতক রয়েছে।