নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর প্রস্তুতি সভা ১৭ নভেম্বর
চাঁদপুরের হাইমচর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর এনএসসি টাওয়ারের (জাতীয় ক্রিয়া পরিষদ ভবন) পুষ্পদাম রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আগামী ১৭ নভেম্বর (শুক্রবার) প্রস্তুতি সভায় প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থেকে মতামত, সমর্থন ও সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক বাংলা মোড় সংলগ্ন এনএসসি টাওয়ারে ১৭ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পরে গৃহীত সিদ্ধান্তের ওপর সংবাদ সম্মেলন করা হবে।