ঢাবির এক্সিকিউটিভ এমবি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামেরর সভাপতিত্বে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চতুর্থ ব্যাচের ছাত্র-ছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সেক্টরের বিশিষ্ট আলোচকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মঈন। অতিথি ছিলেন কৃষি ও খাদ্য বিভাগ-জহুরুল ইসলাম কোম্পানির চীফ অপারেটিং অফিসার মোঃ মাহাবুবুর রহমান সরকার এবং কৃষি ও খাদ্য বিভাগ-জহুরুল ইসলাম কোম্পানির চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলী আক্কাস, সিনিয়র অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, এবং অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী, কমিশনার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন, চেয়ারম্যান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা সম্পর্কে তার দূরদর্শী বক্তব্য প্রদান করেন।
এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়কারী ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম প্রতিশ্রুতি দেন যে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে। একই সময়ে, তারা নেটওয়ার্কিং এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হবে।