সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন- ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘We want justice’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আইইআর এর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি ইফতি বলেন, আমরা আমাদের ভাইকে নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন চাই না। আমরা শুধুমাত্র এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়। প্রশাসনিক পদত্যাগ নয়, আমরা চাই কার্যকর ব্যবস্থা গ্রহণ।
অন্য এক শিক্ষার্থী স্বচ্ছ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মানবিক করিডোর বানিয়ে সেটি বাইরের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এতে যে কেউ অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে। রিকশা ও যানবাহন অবাধে চলাচল করছে একাডেমিক ভবনের সামনে, কিন্তু শিক্ষার্থীদের নিরাপদে চলাফেরার কোনো ব্যবস্থা নেই।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি সাম্য হত্যার সুষ্ঠু বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, শুধুমাত্র ন্যায়বিচারই তাদের একমাত্র লক্ষ্য।