ববিতে অছাত্র-বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/07/barishal_news_1.jpg)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলে অনাবাসিক শিক্ষার্থী বা বহিরাগত কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) ববির জনসংযোগ অফিসের উপপরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে ববি প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ববির আবাসিক হলগুলোতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না। এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে হল প্রভোস্টদের সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে। নিয়ম ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি অবস্থান করে তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। ফলে এখন থেকে কোনো অবস্থাতেই ববির আবাসিক হলগুলোতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া কোনো শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না।