ঢাবির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সর্তকতা হিসেবে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই নীলক্ষেতে সাত প্লাটুন পুলিশ অবস্থায় নেয়। সেই সঙ্গে আরও পাঁচ প্লাটুন পুলিশ রিজার্ভ রয়েছে। এছাড়া শাহবাগেও সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
এর আগে, গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতভার সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। উভয় পক্ষের মারমুখী অবস্থানে প্রায় সারা রাতই উত্তেজনায় কাটান সেখানকার বাসিন্দারা। টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও পরিস্থিতি শান্ত করতে পারেনি পুলিশ। নিয়োজিত করা হয় বিজিবি সদস্যদের। পরে ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।