পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবিতে গণঅনশনে শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরণ গণঅনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার শিক্ষার্থীরা। এ সময় তারা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটাকে অযৌক্তিক উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ পোষ্য কোটা বাতিলের দাবি জানান, অন্যথায় আমরণ গণঅনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এই আমরণ গণঅনশনে বসেন শিক্ষার্থীরা।
আমরণ গণঅনশনে বসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা জানান, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার নামে একটি বৈষম্য তৈরি করা হয়েছে। অথচ বৈষম্যহীন দেশ গড়তেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। তাই ভর্তি পরীক্ষা থেকে অযৌক্তিক পোষ্য কোটা সংস্কার না করে সম্পূর্ণ বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা আমরণ গণঅনশনের ডাক দেন। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে কয়েকজন শিক্ষার্থী নতুন রেজিস্ট্রার ভবনের সামনে আমরণ গণঅনশন করছেন।