শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘এ-১’ ইউনিটের বিজ্ঞান শাখায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯২.৮, ‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় সর্বোচ্চ ৮১.৬, মানবিকে ৮৫ ও বাণিজ্যে ৭৫। এ ছাড়া ‘এ-২’ আর্কিটেকচার বিভাগে ১৩০ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ১০১.২০।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোরে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রকাশিত ফলাফলে দেখা যায়, একেকজনের ফল কয়েকবার করে প্রকাশিত হয়েছে। এমনকি প্রকাশিত ফলাফলে এক পেজের পিডিএফে ১১ জনের সমস্যা দেখা গেছে। কারও ভর্তি পরীক্ষার ফলাফল তিনবারও এসেছে। এই ফলাফলে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।