লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে লোকপ্রশাসন বিভাগের জন্য একটি স্বতন্ত্র কোড সংযোজনেরও দাবি জানিয়েছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, লোকপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান দুটি ভিন্ন বিষয়। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারের আওতায় আনার দাবি জানিয়েছে। আমরা সেই দাবির সঙ্গে একমত ও কলেজ পর্যায়েও এই বিভাগ চালুর আহ্বান জানাচ্ছি।
শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছি, কিন্তু প্রতিটি সরকারই এ বিষয়ে উদাসীন। প্রশাসন বিষয়ে সাধারণ মানুষের জ্ঞানের ঘাটতির কারণে তারা নানাভাবে ভোগান্তির শিকার হন। তাই দ্রুত শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগ অন্তর্ভুক্ত করা জরুরি।

আরেক শিক্ষার্থী মাশরুক আর আরফান বলেন, যদি অন্যান্য বিভাগ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারে, তবে লোকপ্রশাসন কেন বঞ্চিত হবে? সবচেয়ে কার্যকর সমাধান হবে লোকপ্রশাসনের জন্য একটি স্বতন্ত্র ক্যাডার তৈরি করা।