জাবির পাশে মেট্রো স্টেশন স্থাপনের দাবি ছাত্রশিবিরের

যানজট কমাতে মেট্রোরেলের এমআরটি লাইন-৫ নবীনগর পর্যন্ত বাড়ানো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশে স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গতকাল রোববার (২৩ মার্চ) দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এই দাবি জানায়।
স্মারকলিপিতে বলা হয়, যানজটের কারণে জাবির শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। জরুরি কাজে ঢাকায় যেতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অঞ্চলের কর্মজীবীদেরও যানজটের কারণে সময় ও অর্থ নষ্ট হচ্ছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল মিলিয়ে ২০ কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। ২০২৮ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
ছাত্রশিবিরের দাবি, হেমায়েতপুরের পরিবর্তে নবীনগর পর্যন্ত লাইন বাড়ানোর পাশাপাশি জাবির পাশে স্টেশন নির্মাণ করা। তাদের মতে, এতে জাবির ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের কয়েক লাখ মানুষ সুবিধা পাবেন।
জাবি ছা্ত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ালে ও জাবির পাশে স্টেশন হলে শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের মানুষ উপকৃত হবে।’
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ দাবিটি যৌক্তিক বলে পরবর্তী বৈঠকে উত্থাপনের আশ্বাস দেন।