বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর এটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এছাড়াও উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজস্ব সাজে, ব্যানার ও পোস্টার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘বাংলাদেশ বৈচিত্র্যের দেশ। এই বৈচিত্র্যের মাঝে থেকেই আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, যা আমাদের আরও সংহত করে।’
তিনি নতুন বছরে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।