কুবিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ‘সি’ ইউনিটের আহ্বায়ককে অব্যাহতি

গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) এবং বিকেল তিনটায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর থেকে ‘সি’ ইউনিটে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিল। তবে প্রিপারেশন যদি আরও ভালো করে নিতাম তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আশাহত হয়নি।’
এ ইউনিটে পরীক্ষা দিতে আসা সাবিহা নামের এক পরীক্ষার্থী বলেন, ‘আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্নগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, থিওরির পাশাপাশি কিছু ম্যাথও ছিল। হলের পরিবেশও ভালো ছিল, স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছি।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কলা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০৮ এবং ৫০২ নম্বর কক্ষে বাণিজ্য শাখার পরীক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের প্রশ্ন সরবরাহ করা হয়। পরবর্তীতে প্রায় ৪০ মিনিট বিলম্বে ঐ শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
ভুল প্রশ্ন প্রদানের ঘটনায় ‘সি’ ইউনিটের আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহকে ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুতকরণ কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি, আগামী ৫ দিনের মধ্যে অসঙ্গতির কারণ ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. বেলাল উদ্দিনকে ‘সি’ ইউনিটের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছর ‘এ’ ইউনিটের ৩৫০ আসনের বিপরীতে ৩২ হাজার ৬৫৮ জন এবং ‘সি’ ইউনিটের ২৪০ আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী আবেদন জমা পড়ে।