বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ রোববার (১১ মে) কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশের সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগ ও অ্যাকাডেমিক স্বীকৃতি সংক্রান্ত ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ৬ মে কর্মসূচি পালনকালে বরিশাল নার্সিং কলেজে কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীরা বলেন, ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার কুশপুত্তলিকা দাহ করে এবং অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন। রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলেরও আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, সোমবারের (১২ মে) মধ্যে দাবি না মানা হলে তারা আমরণ অনশনে যাবেন। একইসঙ্গে আন্তর্জাতিক নার্সেস ডে (১২ মে) পালন থেকেও বিরত থাকার ঘোষণা দেন তারা।