ঢাবিতে বৈদ্যুতিক শাটল কার চালু

বৈদ্যুতিক শাটল কারে যাতায়াত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : ইউএনবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে ক্যাম্পাসে চালু করা হয়েছে বৈদ্যুতিক শাটল কার পরিষেবা।
গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহায়তায় চালু হওয়া এই পরিষেবায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চারটি বৈদ্যুতিক শাটল কার চলবে।
প্রতিটি শাটল কারে ১৪ জন যাত্রী বসতে পারবেন এবং যাত্রার সময় যাত্রীদের সহায়তায় থাকবেন একজন স্বেচ্ছাসেবক।
শাটল কারগুলো প্রাথমিকভাবে চারটি নির্দিষ্ট রুটে চলাচল করবে। রুট অনুযায়ী প্রতি যাত্রার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ও ২০ টাকা।