জাবিতে চার দিনব্যাপী নাট্য উৎসব শুরু

‘শিল্পানলে নির্মল হোক অশান্ত বসুধা’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘নাট্য উৎসব ২০২৫’ শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে এ উৎসব চলবে আগামী ১৬ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় উৎসব উপলক্ষে সেলিম আল দীন মুক্তমঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় ‘প্যারাবোলা’ মঞ্চায়নের মধ্য দিয়ে এ উৎসবের পর্দা ওঠে। নাট্য ব্যক্তিত্ব জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতকে ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’ পদক প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান তার হাতে পদক তুলে দেন।
এ সময় উপাচার্য বলেন, আমাদের প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের জন্য নাট্যজগতের এক নায়ক আবুল হায়াত। তার সুদীর্ঘ জীবনে তিনি আমাদের অনেক নাটক উপহার দিয়েছেন। তার হাতে আজকে এ পুরস্কার তুলে দিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। জাহাঙ্গীরনগর থিয়েটারকে এরকম আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।
পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে অভিনেতা আবুল হায়াত বলেন, প্রায় ২৫ বছর আগে আমি জাহাঙ্গীরনগরের এই মুক্তমঞ্চে নাটক করে গিয়েছি। এতদিন পরে ফিরে আজকে পাওয়া এই পদকটি আমার জীবনের সর্বোচ্চ সম্মাননার মতো। এইজন্য আমি কৃতজ্ঞতা জানাই জাহাঙ্গীরনগর থিয়েটার ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে। আমি ১০ বছর বয়সে অভিনেতা অমলেন্দু দাসকে দেখে অভিনয় করার অনুপ্রেরণা পাই। আর আজ প্রায় ৮০ বছর বয়সেও নাট্য জীবন চালিয়ে যাচ্ছি ও চালিয়ে যেতে চাই।
চার দিনব্যাপী এ নাট্য উৎসব চলবে আগামী ১৬ মে পর্যন্ত। আজ বুধবার (১৪ মে) থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ইনফরমার’। এদিন শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানকে মরণোত্তর পদক প্রদান করা হবে। তৃতীয় দিন (১৫ মে) থাকবে গান ও কবিতার আসর ‘মধ্যরাতের কবিতা ও গান’। শেষ দিন (১৬ মে) দিনব্যাপী থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী। এতে প্রতি বছরের মতো এবারেও থাকবে গুণীজন সম্মাননা।