দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা জবি শিক্ষার্থীদের
তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ মে) টানা দ্বিতীয় দিনের মতো তারা সড়কে অবস্থান নিয়েছেন। ক্যাম্পাসের বাসে চড়ে তারা কাকরাইলের দিকে আসছেন।

গতকাল বুধবার (১৪ মে) রাতভর সড়কে অবস্থান করেন জবি শিক্ষার্থীরা। পরে সকাল থেকে বাড়তে থাকে তাদের উপস্থিতি।
শিক্ষার্থীরা বলছেন, ‘আমাদের ভাইয়েরা-বোনেরা-শিক্ষকরা মার খেয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না।’

জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।