বিদেশ কেন্দ্রে এসএসসি ও সমমানে পাসের হার ৮৭.৩৫ শতাংশ

এসএসসি পরীক্ষার্থীদের ছবি এনটিভির
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আটটি বিদেশ কেন্দ্রে মোট ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭৩ জন, যাতে পাসের হার ৮৭.৩৫ শতাংশ। এই কেন্দ্রগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা গেছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়। এ পরীক্ষায় অংশ নেয় মোট ১৯ লাখ চার হাজার ৮৬ জন শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।